Wednesday 20 May 2015

রাজা তোমায় নিয়ে



রাজা তোমায় ---- 

রাজা তোমার মাথায় 
একদিন যারা ছাতা ধরেছিল 
কিংবা  যারা তোমার সাথে পা' মিলিয়েছিল, 
আজকে তারা  কোথায় চলে গেল  ?

রাজা তোমার মাথায় পড়া 
রোদের আলো , ঝড়ের ধুলো ,
ছাতা দিয়েই  আড়াল যারা করেছিল ,
কেন যে নেই তোমার সাথে তারা ! 

আজকে যখন হাঁটছো  ভীড়ের মাঝে ,
অচেনা ঐ  মুখের মিছিল গুলো,
হাঁটতে হবে , বলেই শুধু হাঁটে ।
ভীড়ের থেকেও  অনিচ্ছারি  করতালি বাজে । 


রাজা তোমায় ---- 

রাজা তুমি আজকাল না'কি 
চারদিকেতে তাকিয়ে দেখ ?
তখন কি তোমার চোখে চশমা থাকে ?
দৃশ্যগুলোর  সবটা না'কি চশমা কাঁচ পেরিয়ে,
তোমার কাছে যায় না কোনদিন ?

রাজা তুমি আজকাল না'কি 
চারদিকের ঐ  রোদ গায়ে মাখ ?
তখন তোমার গায়ে কোথাও রাজার গন্ধ থাকে ?
গন্ধ গুলো পেরিয়ে রোদের আঁচ ,
তোমার কাছে যায় না কোনদিন ।